Friday, August 04, 2006

মৃত্যুর পরবর্তী অধ্যায়


লেখাটি আর্যনীলের ডাক পেয়ে, বস্তুত আমার নতুন কথা বলার কিছুই প্রায় ছিল না ৷ যারা আমার গদ্য পড়তে ভালোবাসেন না, তারা সরাসরি তৃতীয় পর্বটি পড়ুন, ওটি আসলে প্রথম দুটি পর্বের মানে বই ৷ প্রকাশিত হয়েছে কৌরবে ৷

http://www.kaurab.com/kau18/

হিসিওয়ালা


এই নামটা অনেকরই অপছন্দ, মুলত টেলিফিল্মের জন্য একটি লেখার খসড়া, পছন্দ-অপছন্দের কারনে সেখানে নাম দাঁড়িয়েছিল, সুলভ কমপ্লেক্স ৷ গল্প হিসেবে নতুন কিছু নয়, তবু কায়দাবাজি আছে, গল্প হিসেবেই ৷গল্পটি প্রকাশিত সুলেখা পত্রিকায় ৷

www.sulekhapatrika.com

মেঘবালিকা ও রৌদ্রকাল


একটি গল্প ৷ যখন আমার কোন কাজ নেই, বেলা অবেলায় ঝুমকির মিস কল পেয়ে উল্লসিত হওয়া ছাড়া ৷ নিতান্তই ঝুমকির জন্য লেখা ৷ যদিও ঝুমকি বেশ উচ্চস্তরের পাঠিকা তবুও সে আমার লেখা পড়ে না বিশ্রি রকম শক্ত মনে করে ৷ তোলা রইল এখানে, অন্য আরো ঝুমকিদের জন্যে ৷ প্রকাশিত হয়েছিল বাংলা লাইভের শ্রাবণী সংখ্যায়

http://www.banglalive.com/bisheshhasamkhaa/shrabani1413/golpo_meghbalika.asp