আমার গল্পকথা ও রূপকথা যা সব এদিক-ওদিক ছড়ানো শিমুল তুলো। কোন বইতে আছে বা নেই। আরো নতুন বই যা যা ভাবছি, বিশেষত- বাংলাদেশের অপর রূপকথা, তার কিছু লেখা থাক এখানে শুয়োঁপোকা হয়ে। নিজে পড়ুন ও অন্যকে পড়ান না হলে বলুন ডিলিট করে দিতে, মাঝামাঝি কিছু হতে পারে না।