
লেখাটি আর্যনীলের ডাক পেয়ে, বস্তুত আমার নতুন কথা বলার কিছুই প্রায় ছিল না ৷ যারা আমার গদ্য পড়তে ভালোবাসেন না, তারা সরাসরি তৃতীয় পর্বটি পড়ুন, ওটি আসলে প্রথম দুটি পর্বের মানে বই ৷ প্রকাশিত হয়েছে কৌরবে ৷
http://www.kaurab.com/kau18/
আমার গল্পকথা ও রূপকথা যা সব এদিক-ওদিক ছড়ানো শিমুল তুলো। কোন বইতে আছে বা নেই। আরো নতুন বই যা যা ভাবছি, বিশেষত- বাংলাদেশের অপর রূপকথা, তার কিছু লেখা থাক এখানে শুয়োঁপোকা হয়ে। নিজে পড়ুন ও অন্যকে পড়ান না হলে বলুন ডিলিট করে দিতে, মাঝামাঝি কিছু হতে পারে না।