Friday, August 04, 2006

মেঘবালিকা ও রৌদ্রকাল


একটি গল্প ৷ যখন আমার কোন কাজ নেই, বেলা অবেলায় ঝুমকির মিস কল পেয়ে উল্লসিত হওয়া ছাড়া ৷ নিতান্তই ঝুমকির জন্য লেখা ৷ যদিও ঝুমকি বেশ উচ্চস্তরের পাঠিকা তবুও সে আমার লেখা পড়ে না বিশ্রি রকম শক্ত মনে করে ৷ তোলা রইল এখানে, অন্য আরো ঝুমকিদের জন্যে ৷ প্রকাশিত হয়েছিল বাংলা লাইভের শ্রাবণী সংখ্যায়

http://www.banglalive.com/bisheshhasamkhaa/shrabani1413/golpo_meghbalika.asp

No comments: