
লিখতে লিখতে লেখক না হতে পারলেও উড়তে উড়তে উপন্যাস লেখা যেতে পারে৷ মাত্র ১২ দিনে লিখে ফেলা, একদম উড়তে উড়তে ৷ প্রকাশিত হয় বাংলা লাইভের শারদ সংখ্যায় ৷ এই প্রথম একটানা এতবড় লেখা কাজেই যাবতীয় মুদ্রাদোষ এখানে হাজির এবং লুকিয়ে রাখা প্রেম, সিনেমাও ৷ ঠিক করে ছিলাম ৬ জন পরিচালকের ইমেজের ভেতর থাকব, কিন্তু যা ভাবি তা তো হয় না, কজেই আপতত তিনজনকে নিয়েই, উপেনটি বায়োস্কোপ ৷