Wednesday, July 04, 2007

বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস


লেখার ধরন, একপেশে ঘটনাও খুব বেশি নেই৷ তবে গতি আছে, একদম থ্রিলার ৷ আরো আছে মজার দুষ্টুমি, এক্সটেন্ডেড রিয়েলিটি থেকে রিয়েলিটিতে ঢুকে যাওয়া ৷ বিশদ বলে লাভ নেই, পড়ুন- বীক্ষণ-এ৷

...যা হয়, এইসব খবর "গুজবে কান দিবেন না" তেই থেমে যায়, যেন আওয়াজ দুলতে দুলতে চলে যাচ্ছে দূরে, দোলে দোদুল দুলো না, একটিপ নস্যি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো - ব্যাস শেষ ৷ কিন্তু আজকাল ভাঁওতা ভন্ডামি ভেলকিরও রমরমা বাজার আছে ৷ এ কাগজ ষ্টোরি না করল তো বয়ে গেল, সেই পিছিয়ে পড়ল। পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয় ৷ হাইটেক যুগেও আছে পিছিয়ে পড়া, ওডেশা ষ্টেপস, রকমারি টার্গেট, প্যারাম্বুলেটারে নেচে নেচে নামা কচি খুকিটির মত; হু হু করে পড়ে যাচ্ছে টি আর পি রেটিং, দোপাটির ঝুরো পাপড়ি আর দোপাটির কান্ডসম ঐশ্বর্য রাইয়ের গা থেকে ঝরে ঝরে পড়ছে ছাপানো ফুলসাজ পোষাক ৷ কাজেই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তা না দেখা পর্যন্ত নিশ্চিন্তি নেই ৷ আর লোক অবিরত ঢুকে চলেছে গড্ডালিকা প্রবাহে, পাতাল রেল, অফিস টাইম, স্মার্ট কার্ড, পিলপিল ৷ যত নামবে লোকের মাথা, দূর থেকে আলো ডানদিক বা বাঁদিকে হুট করে খুলে যাওয়া দরজা, সীতাহরণ এখন পাতালরেলে ৷ হ্যাঁ, লিফটটায় টেলিফোন নম্বরও দেওয়া আছে ৷ সুমন ঠিক করল অফিসে পৌঁছে একবার ফোন করে দেখবে ৷ যদি ধরে ৷ এইসব কল করার পরে অফিসের লগবুকে অন্যের নাম লিখে দিতে হয় স্মার্টলি, আদারওয়াইজ এনকোয়ারি, লেঙ্গি আর পুলশট ৷ সুমন ততটাই স্মার্ট আর ঢ্যামনা ৷ আবার ততটাও স্মার্ট নয়, টাই আছে, প্রেম নেই, রাম ক্যালাস, গ্র্যাভিটি নেই, না হলে মেট্রোয় ঢোকার মুখে একজন লোক একটা পাতি কাগজ গুঁজে দিল তার হাতে? বেশিরভাগ সময়েই দেয় না মানে টাই ফাই দেখে আর দিতে সাহস পায় না ৷ ঐসব ধর্মপ্রচার, লোকনাথ টোকনাথ, একশ আটটা ছেপে বিলি কর, লোকনাথেরা এত টাই এরও বন্ধু ফাই-এরও বন্ধু নয়, এড়িয়ে যায় বোধ হয় ৷ এসব চোথা ফোতা সুমন নেয়, আবার নেয় ও না ৷ হাত বাড়ালেই বন্ধু কেস নয়, চোথা মানেই চোরা নজরে খুচরো সময় দাও, পড়ো, এখানে অত পার্সেন্ট সেল ৷ অথবা গুপ্তরোগ, যৌনরোগ, ঋতুবন্ধে ডাক্তার কাশেম ৷ হাঁটাপথে ষ্টেশন থেকে পাঁচ মিনিট ৷ নিলেও দুমড়ে ফেলে দেয় সিঁড়ি ভাঙার আগেই ৷...

http://www.beekkhan.com/golpo/sumeru.html

No comments: