Tuesday, July 04, 2006

ধর্মের কল বাতাসে নড়ে


'এভাবে হাওয়ায় মেলে দিলে চুলগুলো ক্রমশ লম্বা হয়ে যায় ৷ চুলগুলো দুল্তে দুলতে হাওয়ায় মিশতে থাকে, ক্রমশ গাছপালা পাখালি হয়ে যায় ৷ ঐরাবতের মত লম্বা লম্বা নখ হাওয়ায় ফুরফুর করে ওড়ে৷ আমার বাবা ক্রমশ এইভাবেই দশদিকে ছড়িয়ে পড়েন৷ মাজারে লাল সুতোয় বাঁধা ছোট্ট ছোট্ট ঢিল আমি দেখতে পাই বাবার চুলে বাঁধা ৷ আশা আকাঙ্খার ঢিল নিয়ে ফরফর করে ওড়ে বাবার চুল৷ সন্ধ্যায় মোমবাতির অলোয় একরাশ নক্ষত্র ফুটে ওঠে বাবার চুলে৷ জোনাকীরা যেন চেয়েছিল বটের আস্তানা, তেমনি কয়েক ফোটা মিউনিসিপালিটির বাল্ব দমবন্ধ ওঠোআনে ছড়িয়ে ৷ কখনো এসে পড়ে বাবার পায়ের উপর ৷ বাবা ঘরে ফেরে হিমেল বাতাস নিয়ে, একে একে বেরোয় আলো, শবদ, খাওয়ার ক্ষিদে ৷ মরা উঠোনের আলোর মত একঝাঁক বাতাসা শামুখ চলতে শুরু করে ঘরময় ৷ অথচ ম্যাজিকের মত এসে জমা হয় বাবার হাতের মুঠোয়৷ নখের রঙে সবুজ হতে থাকে দরগার বাতাসা ৷'


ঠোট ফাঁক করা ঝিনুকের মত দুটো কথা দিয়ে জোড়া একটা গল্প , ধর্মের কল বাতাসে নড়ে ৷ নড়ছে যে তার টের আমি সব সময় পাই ৷

পড়েন গল্পটি, অবশ্যই বিজাতীয় একটি নামে , যাই হোক ৷

http://www.banglalive.com/bisheshhasamkhaa/boishakhi1413/galpa_dharma_1.asp

No comments: