লিখতে লিখতে লেখক না হতে পারলেও উড়তে উড়তে উপন্যাস লেখা যেতে পারে৷ মাত্র ১২ দিনে লিখে ফেলা, একদম উড়তে উড়তে ৷ প্রকাশিত হয় বাংলা লাইভের শারদ সংখ্যায় ৷ এই প্রথম একটানা এতবড় লেখা কাজেই যাবতীয় মুদ্রাদোষ এখানে হাজির এবং লুকিয়ে রাখা প্রেম, সিনেমাও ৷ ঠিক করে ছিলাম ৬ জন পরিচালকের ইমেজের ভেতর থাকব, কিন্তু যা ভাবি তা তো হয় না, কজেই আপতত তিনজনকে নিয়েই, উপেনটি বায়োস্কোপ ৷
3 comments:
সুমেরুদা,
আপনার এই লেখাটি আগেই পড়েছি। ভালো যে লেগেছে, সে কথা বলাই বাহুল্য। বাংলা'লাইভ ছাড়া, গুরুচন্ডালী, সোনাঝুরি...এগুলিতেও আপনার লেখা পড়ি। আপনার এই ব্লগের ঠিকানা পেলুম, অর্কুটের Bengali Unicode কমিউনিটি থেকে। এই ব্লগে দেওয়া অনেকগুলি লেখাই আগে পড়েছি।
আরো অনেক সুন্দর লেখার অপেক্ষায় থাকলুম। ভালো থাকবেন।
ধন্যবাদ মধুশ্রী...
আরেকবার পড়তে হবে উপন্যাসটা।।
Post a Comment