Friday, July 03, 2009

জয় বাংলা






এটা সেই সময়ের কথা যখন বানানো হচ্ছিল এক মস্ত বিউটিফুল কারাগার, সেটা বোধহয় বেহেস্ত জাহান্নম বানানোরও অনেক আগের কথা৷ সে এক মস্ত প্রজেক্ট, সেলের সংখ্যা যেমন অগুন্তি তেমনি একেকটার সাইজ ৷ অদৃশ্য শব্দে ধক ধক করে দেওয়াল উঠছে সুপারম্যানের মত, টুংটাং করে গরাদ বসছে রাহুল দ্রবিড়ের মত, সে এক অপূর্ব ফ্যানটাস্টিক ফাটাফাটি ব্যাপার৷ সকলেই টুকটাক খবর পান, রাস্তাঘাটে লোকে কানাকানি করে কিন্তু সেটা যে কোন দেশের ঠিক কোথায় তৈরি হচ্ছে তা কেউ জানে না৷ এক বাঙালি রাজকুমার তার বাবার কাছে বায়না ধরে বসল, সে ঐ কারাগারে বাকি জীবনটা থাকতে চায়৷ বলা তো বলা, দড়াম করে আহার-গোসল সবই সে দিল ছেড়ে৷ কয়েকমাস আগেই সে আব্দার করেছিল সেনাপতির স্ত্রীকে উঠিয়ে এনে বিয়ে করতে, তখনও রাজা রাজী হন নি৷ সমস্যা খুবই জটিল আকার ধারণ করল৷

রাজকুমারের মা রাজকুমারকে খুবই ভালবাসত৷ সে মহারাজকে গিয়ে বলল, আমি কি অপরাধ করেছি বলুন, আমার ছেলে যা চায় তাতেই আপনি বাগড়া দেন? রাজা খানিকক্ষণ রানীর মুখের দিকে তাকিয়ে থাকলেন হাঁদার মত৷ দেখেন মাতৃস্নেহ ঝরে ঝরে পড়ছে রানীর চোখে৷ রাজা তাকে হাত বাড়িয়ে কোলে টেনে নিলেন৷ রানী দেখলেন রাজা একটু নরম হচ্ছেন৷ চুপ করে থাকলেন রানী৷ আদরে আদরে ভরিয়ে দিলেন রাজা৷ চটজলদী একটা ফাস্টোকেলাস সোহাগ হয়ে গেল কিন্তু ভোবি ভোলবার নয়৷ রানী তাল করছেন কখন সে তার ছেলের জন্যে রাজত্ব আর রাজকন্যা বাগাবেন৷ মুখে মুখে খুব প্রশংসা করতে লাগলেন রাজার এই অবিশ্বাস্য ফর্মের৷ রাজা লজ্জা পেলেন, এতে আমার কোন ক্রেডিট নেই, সব আই পি এলের ইনফ্লুয়েন্স৷

রানীর পরামর্শই বহাল রইল৷ এক ঘুটঘুটে রাতে রাজকুমার সেনাপতির বউকে উঠিয়ে আনবে৷ সে যদি না আসতে চায়, তাকে প্রচুর লোভ দেখানো হবে, তারপরও যদি না চায় তাহলে তাকে প্রয়োজন মত রেপ-টেপ করে নিয়ে আসা হবে৷ আর রাজা সকালবেলায় রাজকুমার আর সঙ্গিনীকে শাস্তিস্বরূপ নির্বাসনে পাঠিয়ে দেবেন এক অন্ধ কারাগারে৷ বেঁকে বসল রাজকুমার, আপনার ঐ এঁদো কারাগারে আমরা থাকবো না৷ সেই যে কোথায় ফ্যাসিনেটিং কারাগার তৈরি হচ্ছে আমারা সেখানে গিয়ে থাকব, ড্যাড প্লিজ৷

(2)

ছোটবেলা থেকেই শ্রেয়সী একটা শখ মনের মধ্যে পুষে রেখেছিল৷ তার ভ ঈষণ ইচ্ছে ছিল সিনেমায় নায়িকা হওয়ার৷ ছোটবেলা থেকেই সে ছিল ফিল্মফেয়ার আর স্টারডাস্টের পোকা৷ আমীর খানকে সে ভীষণ ভীষণ ভীষণ ভালবাসত৷ তার খুব ইচ্ছে ছিল জীবনে একবার অন্তত আমীর খানের নায়িকা হওয়ার, কিন্তু সে কথা সে কাউকে মুখ ফুটে বলতে পারত না৷ সে শুধু ফিল্মি ম্যাগাজিন থেকে আমীর খানের ছবি কেটে তার পারসোন্যাল আলমারির ভিতরের দিকের পাল্লায় চিপকে রাখত৷ ইভেন তার স্বামীও তার এইসব ইচ্ছা বা কর্মকান্ডের কথা জনত না৷ তবে তার মনে একটা সন্দেহ ছিল৷ প্রত্যেকদিন শ্রেয়সী তার হাতে বাজারের ফর্দ ধরিয়ে দিত, রোজগার বাজার থেকে তাকে কিনে আনতে হত গাদা গাদা বডি স্পে, ডিও, সেন্ট, কোল্ডক্রিম, বডি লোশন, শ্যাম্পু, ক্লিনজিং ক্রিম, অলিভ অয়েল, সান ইস্ক্রিন লোশন, ডিম, ব্যাসন, শশা৷ সেগুলো দিয়ে তৈরি হত কিম্ভুত কিমাকার সব খাবার৷ সুন্দরী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মুখ বুজে তিনি সেসব খেয়ে নিতেন৷

শ্রেয়সীর মুখের সব কথাই ছিল খুব মিষ্টি৷ কাউকে কিছু বললে সে না করতে পারত না৷ তার এক অদ্ভূত শক্তি ছিল৷ সে হাসিতে মানুষ মারতে পরত৷ স্কুল-কলেজে থাকতে শিক্ষকদের ও সহাপাঠিদের হাসি দিয়ে মেরে ফেলেছিল৷ দুইবার চাকরির ইন্টার্ভ্যু দিতে গিয়ে বোর্ডের ডিরেক্টরকেই সে মেরে ফেলে হাসি দিয়ে৷ চাকরি তো পায় না উপরোনতু শ্রেয়সীর বাবা-মা খুবই ভয় পেয়ে দেশের সব চেয়ে শক্তিশালি মানুষের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়৷ মজার ব্যপার বিয়ের পর আর কখনই সে কোনদিনও হাসেনি৷ শ্রেয়সী কখনই ঘরের বাইরে যেত না, সে সব সময় আল্লাহ তালার কাছে নিয়ত করত, এতগুলো মানুষ মারার জন্যে আল্লাহ তালা তাকে যেন দুনিয়ার সেই সেরা কারাগারে রাখেন, চাইলে আরো দু-এক ডজন না হয় তিনি হাসি দিয়ে মেরে দেবেন কিন্তু সেই কারাগারে তার থাকা চাইই৷


ফেসবুকে শ্রেয়সীর ছিল প্রায় 250 ফ্রেন্ডস আর 241 জন ফ্যান৷ তার জীবনের টার্গেট ছিল এই দুটো সংখ্যাকে সমতায় আনা৷ এর মধ্যে একদিন ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট এল দেশের রাজকুমারের কাছ থেকে৷ প্রথম কিছুদিন ঝুলিয়ে রেখে পরে তার ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করে নিলেন৷ খুচরো মেসেজ চালাচালি শুরু হল৷ মওকা বুঝে সো হা গ দেখাতে শুরু করলেন শ্রেয়সী, হাজারো বায়নাক্কা৷ গলে গেলেন রাজকুমার৷ শ্রেয়সীর মাথা ছিল হেব্বী কুল আর শার্প, সে রাজকুমারকে পটাল, একটা ফিল্ম প্রোডিঊস করার জন্যে৷ আমীর খান হবে নায়ক, আর " ইচ্ছে হলে আমাকে নায়িকা নেন'৷ প্রস্তাব শুনে রাজকুমার বলে উঠলেন, ইউরেকা৷ দোস্তদের সঙ্গে অনেকক্ষণ চ্যাট করে ঠিক করলেন, রাজকুমার সন্তোষীকে দিয়ে একটা ফিল্ম বানাবেন৷

(3)

রাজকুমার তার দুই দোস্তকে নিয়ে মুম্বাইএর ষ্টুডিও পাড়ায় ঘুরে বেড়ালেন৷ বলিউডের সেটের জৌলুস দেখে মনে হল তাদের রাজপ্রসাদ ম্লান৷ সহনায়িকাদের দেখে মনে হল, আহা এদের কেন ফেসবুকে দেখিনি! অবশেষে রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা হল৷ তিনি তখন দুইজন উঠতি নায়িকা নিয়ে বিশ্রাম করছিলেন৷ তিনি প্রথমেই জানতে চাইলেন বাজেট কত? রাজকুমার অতশত ভেবে আসেন নি, জিজ্ঞাসা করলেন, পাঁচশো কোটি স্বর্ণমুদ্রায় হবে? শুনে শ্রী সন্তোষী গা ঝাড়া দিয়ে উঠে বসলেন৷ উঠতি নায়িকা দুটোর পাছায় ধাক্কা দিয়ে বললেন, এই তোরা এখন যা:৷

সত্তরজন নায়িকার একটা লম্বা লিস্ট তৈরি হল, অ্যালিনা জোলি, জুলিয়া রবার্টস, নিকোলে কিডম্যান, জেনিফার লোপেজ, লিন্ডসে লোহন, ব্রিটনি স্পিয়ার্স, এভালং গোরিয়া, অ্যালিসিয়া সিলভাস্টোন, ড্যানিয়েলা পোস্টাভা, কেট উইনস্লেট, মনিকা বেলুচ্চি, পামেলা আন্ডারসন, ঐশ্বর্য রাই, নিকোলে রিচি, সালমা হায়েক, শ্যারন ষ্টোন, শাকিরা, ক্যাটরিনা মুনিরো, অ্যালেক্সা ভেগা প্রভৃতি৷ ডিরেক্টারের লিস্টি শুনে প্রোডিউসার হেব্বী খচে গেল, লিস্টে শ্রেয়সীর নাম নেই! তর্কাতর্কি থেকে হাতাহাতি হওয়ার উপ্ক্রম৷ সন্তোষী কিছুতেই 71 জন নায়িকা নেবেন না, টাকা বাড়ালেও; না৷ 71 সংখ্যাটা খুব গোলমেলে, অনেককিছু উল্টেপাল্টে যায়; সিনেমা ফ্লপ করার চান্স পুরোপুরি৷ শেষে আমাদের রাজকুমার নিজের হাতে মিনাক্ষী শেষাদ্রীর নাম কেটে শ্রেয়সীর নাম ঢুকিয়ে দিলেন, প্রোডিউসার তো৷


অনেক কাঠখড় পুড়িয়ে দেখা হল আমীর খানের সঙ্গে৷ তিনি তখন শুটিং করছিলেন অফ্রিকার এক জঙ্গলে৷ রাজকুমার সেখানে গেলেন সেই দুই দোস্তকে সঙ্গে করে৷ শুটিংএর ব্রেকে কথা হল আমীরের সঙ্গে৷ আমীর প্রথমেই গল্প শুনতে চাইল৷ রাজকুমারের রাইটহ্যান্ড বলল, কোন চিন্তা করবেন না, STD বাচ্চা থাকবে, AIDS পেশেন্ট থাকবে, কোন ফালতু গল্প-টল্প নেই, শুধু নাচ, প্রচুর অ্যাকশন আর 28 মিনিটের উপর সেন্টিমেন্ট আছে৷ লেফটহ্যান্ড বলল, গুরু, 71জন নায়িকার একজন বাদে প্রত্যেকের 2 মিনিট করে ইস্কিন প্রেজেন্স আপনার 120 মিনিট৷ আমীর শুনেই রাজি হয়ে গেল৷ বলল আমার ক্যারেক্টারটা সারা ফিল্মে শীর্ষাসনে থাকবে, টপ টু বটম৷ ড্যান্স, সেক্স, অ্যাকশন এভরিথিং ঐভাবে৷ আমি আগামি একবছর ওটা প্র্যাকটিশ করব৷

(4)

প্রচুর সোহাগের পর রানী আব্দার করলেন, অমন সুন্দর একটা কারাগার কেন বাংলাদেশে বানানো সম্ভব নয়? একটা বানিয়ে দেন না! ছেলেটার যখন এত শখ৷ রাজা দেখলেন এই প্রস্তাবটা মন্দ নয়৷ একেবারে দেশের সীমানা বরাবর পাঁচিল তুলে মস্ত একটা কারাগার বানিয়ে ফেললে হয়, সবাই থাকল সেই কারাগারে৷ দেশ বিদেশ থেকে মানুষ দেখতে এলে পয়সাও হবে আর ছেলেটাকেও দূর কোন দেশে পাঠাতে হবে না৷ যেমন ভাবা তেমন কাজ, পরদিন রাজদরবারে ঘোষণা করে দিলেন, পুরো দেশটাকে তিনি বানিয়ে ফেলবেন ফ্যান্টাসস্টিক কারাগার, ইন্শাল্লা৷ সবাই তোবা তোবা করে উঠল৷ খবর ছড়িয়ে পড়তেই প্রজারা খুশিতে নেমে পড়ল রাস্তায় রাস্তায়৷ সারা রাত চলল নাচ, গান আর ব্ল্যাংক ফায়ার; এন্ডলেস ফুর্তি৷

বাঘা বাঘা ফিল্মের আর্ট ডিরেক্টররা এসে সবাই এক একটা করে হেলিকপ্টার নিয়ে দেশের উপর চক্কর মারতে লাগলেন আর প্ল্যান ভাজতে লাগল৷ কি করে এটাকে কারাগারে শেপ দেওয়া যায়! দেশ-বিদেশের ফ্যাশন ডিজাইনারা এসে অনেক ব্রেনস্ট্রম করল কেমন হবে কয়েদিদের কস্টিউম৷ বিভিন্ন পাঁচতারা হোটেলে মডেলদের দিয়ে বিভিন্ন পোষাকে রাম্প করানো হল, রাজার একটাও পছন্দ হয় না৷ কি রকম সব খোলামেলা, মেয়েমানুষের একটা পর্দা থাকবে না, ইয়ে আল্লাহ৷ রাতে রানী পরামর্শ দিলেন, বিদেশী মিনসে দিয়ে কি এইসব হয়? সব হচ্ছে এফ টিভির কপি৷ বাবা মোস্তাফাকে ডাকলে অনেক বেটার রেজাল্ট পেতেন৷


শিল্প নির্দেশকরা বোর্ড মিটিং করে ঠিক করল অর্জিন্যাল নদ-নদী-ক্ষেত-খামার জেলের ভেতর রাখলে খুব বেখাপ্পা লাগছে,ওগুলো সব ক্যানভাসে এঁকে পার্সপেক্টিভে টানিয়ে দেওয়া হবে৷ স্পেসও কম লাগবে আর জেলের অ্যাটমোস্ফিয়ার্টাও স্নুদিং হবে৷ সবাই তোবা তোবা করে উঠল৷ এদিকে বাবা মোস্তাফা চটের ছালা দিয়ে আপাদমস্তক ঢাকা একটা পোশাক বানিয়ে ফেললেন, বাইরে থেকে লকারের মত শুধু নম্বরটা দেখা যাবে৷ দেশে মানুষের মধ্যে আর কোন ভেদাভেদ রইল না৷ আম্রিকা থেকে ওবামা দ্রুত শুভেচ্ছা পাঠালেন৷ বিপুল সংখ্যক পোশাক বানানোর ফলে পাটশিল্প আবার রিভাইব করল, ইকোফ্রেন্ডলি চিন্তাভাবনার জন্য রাজা হঠাত্ করে নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেলেন৷

(5)

পাটশিল্প-শ্রমিক আর বন্দুকধারী সৈনিক ব্যতীত দেশে কারুরই আর কোন কাজ রইল না৷ সকলেই নিজের সেলের ভেতর থাকে ৷ খায় দায়, টেলিভিশন দেখে আর ঘুমায়, বিন্দাস৷ প্রহরীরা বন্দুক কাঁধে দেয় কড়া পাহারা ৷ পুরো দেশটাই কারাগার হয়ে যাওয়ায় সেনাপতির কাজ বহুগুণ বেড়ে গেল৷ বেশিরভাগ দিনই সে সেলে ফিরতে পরত না৷ তার ভয়ঙ্কর রূপসী স্ত্রী শ্রেয়সী সবসময় ভুগত নিরপত্তহীনতায়৷ তাঁর খাস বাঁদীদের শ্রেয়সী একই সেলে এনে রাখল৷ চটের আলখাল্লার নীচে চেহারা সব একইরকম লাগে শুধু নম্বর আলাদা৷ সেনাপতি অনেকদিন বাদে বাদে ফেরে তাই তার নম্বর মনে থাকে না৷ একেকদিন একেক নম্বরের সঙ্গে শুয়ে পড়ে৷

এটা শুধু সে নয়, অনেকেই শুরু করল৷ সারা দেশে ভারী বিশ্রীঙ্খলা দেখা দিল৷ কারারক্ষীরাও এর সুযোগ নিচ্ছিল৷ যেমন একদিন রানী অনেক আদর খাওয়ার পরে বুঝলেন এটা অর্জিন্যাল রাজা নয়! "ট্রায়াল এন্ড এরর' মেথডে অবশেষে খুঁজে বার করেন রাজাকে, বলেন, এভাবে চলা তো সম্ভব নয়! চলুন আমরা বর ংবিদেশে চলে যাই৷ রাজা দেখলেন সেই ভালো, রাজা-রানীর কারাগারে থাকা ভালো দেখায় না আর নোবেল পাওয়ার পর তার "অবৈপ্লবিক সমাজতন্ত্রের' মডেলের ওপর অনেক বক্তৃতা দেওয়ার রিকোয়েস্ট এসেছে৷ রাজা শুধু বললেন, তাই চলো৷

রাজকুমার শ্রেয়সীকে ছেড়ে বিদেশে যেতে কিছুতেই রাজী হল না৷ সে আমীর খানের ব্লগে তার শীর্ষাসন প্র্যাকটিশের ছবিগুলো ডাউনলোড করে নিজের ফেসবুক অ্যালবামে তুলছিল৷ তার ব্যস্ততা দেখে রাজা রানী তাকে ফেলেই নিজস্ব ফকারে করে বিদেশে চলে গেল৷ রাজকুমার প্লেনের আওয়াজ শুনে ফেসবুকে নিজের ছবির জায়গায় সিংহাসনের ছবি লাগিয়ে দিল৷ নিমেষের মধ্যে প্রচুর সুন্দরী তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে লাগল৷ রাতারাতি রাজকুমারের ফ্যানের সংখ্যা বেড়ে 1000এ পৌঁছালো৷ ঘ্যামা ঘ্যামা সুন্দরীদের হাতের মুঠোর মধ্যে পেয়ে রাজকুমার শ্রেয়সীর কথা বেমালুম ভুলে গেল৷ সে ফেসবুক থেকে 5জন অসাধারণ সুন্দরী বেছে নিয়ে মহানন্দে ফ্লার্ট করতে লাগল৷

(6)

দেশের নতুন রাজা কে হবে তাই নিয়ে মহা সোরগোল বাধলো৷ আম্রিকা চাচ্ছিল সেনাপতিকে রাজা করতে; সে লোকটা এ যাবত্ বহুবহু টাকার স্নো, পাঊডার সেন্ট কিনে বহুজাতিক সংস্থাগুলোকে একটা ভালো সাপোর্ট দিচ্ছিল৷ আর ভারত চাচ্ছিল রাজকুমারকে রাজা করতে কেননা কারাগারের ভেতর ব্যবসা বাণিজ্য খুবই কমে গিয়েছিল৷ আম্রিকা সেনাপতিকে খুশি করতে তার স্ত্রীকে হলিউডে নায়িকা হওয়ার অফার দিল৷ শ্রেয়সী রাজকুমারকে হারিয়ে একটু মুষড়ে ছিল, নায়িকা হওয়ার অফারে সে চাঁদ হাতে পেল আর তক্ষুনি সেলের ভেতর ইংরাজী খবরের কাগজ, বৈদ্যুতিন যন্ত্রাংশের নির্দেশাবলী মানে যা যা ইংরাজীতে লেখা পেল তা মন দিয়ে মুখস্ত করতে শুরু করল৷ স্বামীকে বলল, তুমি এখন থেকে আমার লগে ইংরাজীতে আলাপ করবা, আন্ডারস্ট্যান্ড?

রাজকুমার যেই টের পেলেন তিনি সিংহাসনের দৌড়ে পিছিয়ে পড়ছেন তখনই ছুটলেন মুরুব্বিদের কাছে৷ তারা সবাই তার পিতৃব্য, রাজকুমারের ভালই চান তারা৷ বললেন, রেডিওতে একখান ঘোষণা দাও না বাপ! রাজকুমার হাজির বেতার কেন্দ্রে, ঘোষণা দিলেন, স্লাম আলেইকুম, আমি আপনাদের প্রিয় রাজকুমার৷ রাজার অবর্তমানে আমি স্বেচ্ছায় এই দেশের শাসনভার গ্রহণ করলাম৷ আমি চাই সৈনিক ও পাটশিল্প শ্রমিকগণ পূর্বের ন্যায় কাজ চালিয়ে যান৷ যারা কর্মহীণতায় ভুগছেন তারা ইন্টারনেটে চ্যাট করে সময় কাটান৷ কয়েদীবন্ধুরা, আপনাদের কোনরকম অসুবিধা হলে ফেসবুকে আমাকে ম্যাসেজ পাঠান৷ রেডিওর এই ঘোষণা খুব অল্প সময়ে সারাদেশে এমনকি আম্রিকাতেও ছড়িয়ে পড়ল৷

দেশ দখলের সুযোগ আম্রিকা অত সহজে চাড়বে কেন? তার উপর তারা শুনেছে পুরো উত্তরাঞ্চল জুড়ে আছে কয়লা খনি! নো হালকা দেওয়া৷ তাদের অবিরত উস্কানিতে লেগে গেল গৃহযুদ্ধ৷ সেনাপতি কারারক্ষীদের সঙ্ঘবদ্ধ করে দেখলেন রাজকুমারের ফেসবুক কমিউনিটি আরো ইস্ট্রং, এমনকি নিজের কবুল করা স্ত্রীও অপজিট এন্ডে৷ শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ৷ ভাই ভাইকে খুন করতে লাগলো৷ চারিদিকে শুধু লাশ আর লাশ৷ মাঝে মাঝে আওয়াজ উঠছে কখনও , জয় সেনাপতির জয়; কখনও জয় রাজকুমারের জয়, কখনও জয় আম্রিকার জয় তো কখনও জয় ফেসবুকের জয়৷ কেউ একবারো বললো না , জয় বাংলা৷ বিদেশ থেকে শান্তি কমিশনের লোকেরা এসে দেশটাকে দুইভাগ করে দিল, পার্মানেন্টলি৷



দীর্ঘদিন বাংলাদেশবাস আমার লেখা-না-লেখা নিয়ে আমাকে তিতিবিরক্ত করে তুলছিল৷ সচ্লদের কাছে লিখতে কেউ যেন মাথার দিব্যি দিয়েছিল, ভাষা হচ্ছিল সহজ কিন্তু তির্জক৷ পরপর তৈরি হচ্ছিল লেখাগুলো, ফিরে আসছে বংলাদেশীদের কাছ থেকে, আপলোড হলো না গোটা ওয়েবসাইটাই, এগুলো কেবলই ঘ্টনা ৷ প্রকাশনা বিভ্রাট বিরক্তি আরো তীব্র করে কেবল৷ তবু এই লেখাগুলৈ আমার বাংলাদেশ সমগ্র, গত এক বছরের দলিল৷ গল্পটি প্রকশিত সৃষ্টি অনলাইন পত্রিকার ৫ম বর্ষপূর্তি সমারোহে, রোহনের করা পত্রিকার মলাট বিনা-অনুমতিতেই থাকল, স্রেফ আমার পছন্দ বলে৷

No comments: