

লেখা হয়েছিল লোটাকম্বল ব্লগে তাও রোহনের একটি উওর-ব্লগ হিসেবে। সাগরের বুদ্ধিতে সামান্য বাড়িয়ে বেরোল সাপলুডু ওয়েবজিনে। তা বেরোল যখন এখানেও থাক, বই-ফই এ তো আর জায়গা হবে না। পড়ুন আপাতত এইখানে- http://www.shapludu.com/article10.php
আমার গল্পকথা ও রূপকথা যা সব এদিক-ওদিক ছড়ানো শিমুল তুলো। কোন বইতে আছে বা নেই। আরো নতুন বই যা যা ভাবছি, বিশেষত- বাংলাদেশের অপর রূপকথা, তার কিছু লেখা থাক এখানে শুয়োঁপোকা হয়ে। নিজে পড়ুন ও অন্যকে পড়ান না হলে বলুন ডিলিট করে দিতে, মাঝামাঝি কিছু হতে পারে না।
No comments:
Post a Comment