আমার গল্পকথা ও রূপকথা যা সব এদিক-ওদিক ছড়ানো শিমুল তুলো। কোন বইতে আছে বা নেই। আরো নতুন বই যা যা ভাবছি, বিশেষত- বাংলাদেশের অপর রূপকথা, তার কিছু লেখা থাক এখানে শুয়োঁপোকা হয়ে। নিজে পড়ুন ও অন্যকে পড়ান না হলে বলুন ডিলিট করে দিতে, মাঝামাঝি কিছু হতে পারে না।
Friday, August 04, 2006
হিসিওয়ালা
এই নামটা অনেকরই অপছন্দ, মুলত টেলিফিল্মের জন্য একটি লেখার খসড়া, পছন্দ-অপছন্দের কারনে সেখানে নাম দাঁড়িয়েছিল, সুলভ কমপ্লেক্স ৷ গল্প হিসেবে নতুন কিছু নয়, তবু কায়দাবাজি আছে, গল্প হিসেবেই ৷গল্পটি প্রকাশিত সুলেখা পত্রিকায় ৷
1 comment:
এটি আমার পছন্দের গল্পের অন্যতম।
Post a Comment