Sunday, August 15, 2010

গায়ে মাখার হরলিক্স

সে একটা সময় ছিল যখন আমরা বোতলের ভেতর ঘুমিয়ে পড়তাম বোতলেরই মধু খেয়ে, চারপাশে মৃদু গান বাজত, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তখন দেশ মানে ম্যাগাজিন ভাবতাম না, ম্যাগাজিন মানেই এ.কে. সিরিজ। এই লাইন ওড়াচ্ছি তো এই প্লেন হাইজ্যাক। সাক্সেস মানেই বোতল, আরো বোতল। মাঝে মাঝে হিন্দী সিনেমার নায়িকা আনাতাম অর্ডার দিয়ে। দূর পাগল নিজের জন্য না। মিনিস্টার-ফিনিস্টার এলে লাগত। আমার ছিল কেবল বোতল। নায়িকাদেরও ঢুকিয়ে রাখতাম বোতলে। চরিত্র নিয়ে কোন কথা হবে না।


লেখা হয়েছিল লোটাকম্বল ব্লগে তাও রোহনের একটি উওর-ব্লগ হিসেবে। সাগরের বুদ্ধিতে সামান্য বাড়িয়ে বেরোল সাপলুডু ওয়েবজিনে। তা বেরোল যখন এখানেও থাক, বই-ফই এ তো আর জায়গা হবে না। পড়ুন আপাতত এইখানে- http://www.shapludu.com/article10.php

No comments: