মৃত্যুর পরবর্তী অধ্যায়
লেখাটি আর্যনীলের ডাক পেয়ে, বস্তুত আমার নতুন কথা বলার কিছুই প্রায় ছিল না ৷ যারা আমার গদ্য পড়তে ভালোবাসেন না, তারা সরাসরি তৃতীয় পর্বটি পড়ুন, ওটি আসলে প্রথম দুটি পর্বের মানে বই ৷ প্রকাশিত হয়েছে কৌরবে ৷http://www.kaurab.com/kau18/
4 comments:
ভালই তো লেখেন কিন্তু আপনার এতগুলো ব্লগ কেন ? একটা ব্লগেই সব লিখলে পড়তে সুবিধা হয় ।
আপনি ওয়ার্ডপ্রেসে ব্লগ খুলতে পারেন । সেখানে প্রত্যেক ব্লগ পোস্টের জন্য আলাদা আলাদা লেবেল দিতে পারবেন এতে পোস্টগুলো বিষয় অনুযায়ী ভাগ হতে পারবে ।
অথবা ব্লগারের নতুন ভার্সনেও এই সুবিধা পাবেন ।
ভালই তো লেখেন কিন্তু আপনার এতগুলো ব্লগ কেন ? একটা ব্লগেই সব লিখলে পড়তে সুবিধা হয় ।
আপনি ওয়ার্ডপ্রেসে ব্লগ খুলতে পারেন । সেখানে প্রত্যেক ব্লগ পোস্টের জন্য আলাদা আলাদা লেবেল দিতে পারবেন এতে পোস্টগুলো বিষয় অনুযায়ী ভাগ হতে পারবে ।
অথবা ব্লগারের নতুন ভার্সনেও এই সুবিধা পাবেন ।
একটা পাতায় সবগুলো গল্প! বা: বেশ লাগছে তো ৷ গল্পসম্গ্র বলে মনে হচ্ছে ৷ আগে দেখিই নি !
আর গল্প কই?
লেবেল তো দেওয়া হয়েছে দেখলাম। ব্লগে একটু সময় দিলেও পারেন তো বস।
Post a Comment